1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
নবীগঞ্জের ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫জন হিফজকে পাগড়ী প্রধান  - Bikal barta
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| ভোর ৫:২৬|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার পুলিশকে বোকা বানিয়ে হাসপাতাল থেকে পালালো ডা’কাত সিলেট নগরী মধ্যরাতে পুলিশের জালে ৪ নারী-পুরুষ নবীগঞ্জের ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫জন হিফজকে পাগড়ী প্রধান  আজ রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু! পাইকগাছায় সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা  বরমী ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত,দাতা প্রতিনিধি রাসেল মোড়ল। ভাঙ্গায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুটি বাড়ির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নবীগঞ্জের ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫জন হিফজকে পাগড়ী প্রধান 

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫,
  • 5 জন দেখেছেন

 

স্টাফ রিপোটার।। 

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫ জনকে হিফজ বিভাগের শিক্ষার্থীদের পাগড়ী প্রধান করা হয়েছে। জানা যায়, অত্র জামেয়া ফারুক্বীয়া মাদ্রাসাটি স্থাপিত হয় ২০০৪খ্রীঃ সাল থেকে হাটি হাটি পা পা করে সফলতার সহিত দীর্ঘ ২১বছর যাবত দ্বীনি শিক্ষা দিয়ে আসছে। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কুরআন শিক্ষা নিয়ে কুরআনের হাফিজ হয়ে অসংখ্য হাফিজ বের হয়েছে। তার ধারাবাহিকতায় (৮ফেব্রুয়ারী) গত শনিবার সকাল ১০টা থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ খতমে কুরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, শায়খুল হাদীস আল্লামা শায়েখ রুহুল আমীন।

প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন,আল্লামা শায়েখ মখলিছুর রহমান কিয়ামপুরি ও বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন,

আল্লামা আঃ শহিদ চাম্মারকান্দী, মুফতি হাসান নুরি ইউ,কে,মাওঃ বাহা উদ্দিন, মাওঃ ইমাম উদ্দিন, মাওঃ জমিরউদ্দীন,মাওঃ জয়নাল আবেদীন,মাওঃ নুরুল হক নবীগঞ্জী,হাঃ মাওঃ মাসরুরুল হক, মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হাফিজ মাওঃ আজিজুর রহমান জামালপুরি, মাওঃ আব্দুল্লাহ নিজামী, হাঃ মাওঃ মাহমুদুর রহমান সালিম, মাওঃ আফজল হুসাইন , মাওঃ হেলাল আহমদ চৌধুরী, মাওঃ শাব্বির আহমদ, মাওঃ রাশিদুর রহমান ফারুক্বী, মাওঃ বদরুল আলম আনসারী, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আঃ ওয়াহিদ,মাওঃ শিহাব উদ্দিন, মুফতি আবু ইউসুফ প্রমুখ। ২৫ জন হিফজ বিভাগে এবার যারা হাফিজ হিসেবে পাগড়ি পড়েন তারা হলো, মোঃ আব্দুর রহিম জালালী, মোঃ আশিকুর রহমান, মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ মুজিবুর রহমান (সাঈদ), মোঃ তোফায়েল আহমেদ, মোঃ আবু রায়হান ফাহীম, মোঃ আশরাফুল ইসলাম হৃদয়, মোঃ ইজহারুল ইসলাম মুসান্না, মোঃ পারভেজ আহমেদ, মোঃ মোস্তাকিম বিল্লাহ মারুফ, মোঃ ফয়জুল আহমেদ, মোঃ সাকিব আহমেদ চৌধুরী, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইসতিয়াক চৌধুরী আদহাম, মোঃ শুয়েব আহমদ (সোহাগ), মোঃ অলিউর রহমান, মোঃ আব্দুর রহিম রহমানী, মোঃ মাহিদুল ইসলাম চৌধুরী, মোঃ তানভীর আহমদ, মোঃ শাহ মাহবুব আলী, শাহ মোহাম্মদ সৈয়দ হোসেন সুলতান, মোঃ আবু তাহের হোসেন, শেখ মোঃ আব্দুর রহিম রব্বানী, মোঃ জুবায়ের আহমেদ, মোঃ মারুফ আহমদ মাহমুদ। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আশাহীদ আলী আশা,ক্লাবের সদস্য আবু তালেব,সাংবাদিক বাদল মিয়া, শফিকুল ইসলাম নাহিদ।

পাগড়ী প্রদান শেষে সম্মান হাফিজরা বলেন, জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা আবু তাহের ফারুক্বী হুজুর আমাদের দ্বীনি শিক্ষায় মানুষ করতে তিনি দিনের পর দিন মেহনত করছেন। আমরা মাদ্রাসার শিক্ষকদের ঋন কোনো দিন পরিশোধ করার মতো নয়।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!