মোসা ছালমা আক্তার ,নরসিংদী:
ভারতের ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে । আজ ৬ ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা জাতীয় নাগরিক কমিটি নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ভেলানগর হতে শুরু করে ডিসি রোড হয়ে নরসিংদী বিভিন্ন মেইন মেইন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে । উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী পিপি নারী শিশু নরসিংদী জজকোর্ট। এছাড়াও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এবং উপস্থিত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি নরসিংদী জেলার সংগঠক মোঃ আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ফারুক ভূঁইয়া, ইমতিয়াজ খান বিল্লাল, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ফয়সাল ফাহিম ভুইয়া রাজ সহ শত শত ছাত্র, জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।উক্ত সভায় বক্তারা ভারত উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বাংলাদেশ সহকারী হাইকমিশনারের হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে এবং বিভিন্ন দিক উল্লেখ করে মূল্যবান বক্তব্য রাখেন।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী পিপি নারী শিশু নরসিংদী জজকোর্ট, তিনি উনার বক্তব্যে বলেন ভারত আমাদের প্রতিবেশী দেশ তারপরও ভারত আমাদের প্রতি আন্তরিক না উনারা সবসময়ই আমাদের শাসন করতে চায়? বিগত দিনের ফেসিস্ট শেখ হাসিনা সরকার আমাদের বাংলার সাধারণ মানুষদেরকে শান্তিতে থাকতে দেয়নি। বিরোধী দলের নেতাকর্মীরা হামলা মামলা গুমের শিকার হতে হয়েছিল। বিগত ১৫ বছর বাংলাদেশের উপরে নিপীড়ন অত্যাচার চালিয়ে গেছে এই ফেসিষ্ট আওয়ামী লীগ সরকার। গত: ৫ ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের রোশানলে পড়ে শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আমরা নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি তারপরও ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল পাতছেন আমরা সজাগ আছি এই জালে পা দিব না । ভারত যদি আমাদের দেশের ওপর কোন আগ্রাসন চালায় আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ।