শেখ মোঃ রাসেল, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
প্রথম ধাপে নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার পরে জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম এই ঘোষণা দেন।
নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকির আনারস প্রতিকে ৫০৯১৫ ভোট পেয়েছেন। আনোয়ার হোসেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। কাপ-পিরিচ প্রতীক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১৩৪৩ পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীক নিয়ে ঘোড়াশাল পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক ৩০৯৬৮ ভোট পেয়েছেন।