স্টাফ রিপোর্টার-
নরসিংদীর পলাশ উপজেলার গয়েশপুরের একটি দীঘিতে দীর্ঘ ৬ বছর যাবৎ মাছচাষ করে আসছেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের মোঃ আকরাম ভুইঁয়া। অভিযোগ সূত্রে জানাযায়, আকরাম ভুইঁয়া চলতি বছরে কয়েক মাস বিদেশে থাকা অবস্থায় একই জেলার জিনারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ভূঁইয়া গং রা তার পুকুরের মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায় এবং পুকুরের পাড়ে আকরাম ভুইঁয়ার মাছের খাবার রাখার ঘরটি ও ভেঙে দেয় জাকির ভূঁইয়া গং রা এতে ভুক্তভোগী আকরাম ভুইঁয়ার প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগী আকরাম ভুইঁয়া বলেন আমি ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত আমি আমার মাছের ঘেরে মাছচাষ করে আসছি মে মাসের শেষের দিকে আমি কয়েক মাসের জন্য বিদেশে চলে যাই বিদেশে যাওয়ার দুই তিন পর ই আমি দেশে নেই জেনে সেই সুযোগে জাকির হোসেন ভূঁইয়া গং রা আমার মাছের ঘেরে জোর পূর্বক আমার অনুপস্থিতে মাছ চুরি করে নিয়ে যায় এবং পুকুরের পাড়ে মাছের খাবার রাখার ঘরটি ও ভেঙে দেয়। আমার ক্ষতিসাধিত ৫/৬ লক্ষাধিক টাকা ফেরত পেতে স্হানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।