আশাহীদ আলী আশা।
‘ আসুন আমরা শীতার্তদের পাশে দাঁড়াই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নাগরিক অধিকার সামাজিক সংগঠন । (১৬ই – জানুয়ারি) সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রায় ছয় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নাগরিক অধিকার সামাজিক সংগঠন।
এতে সংগঠনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক অপু আহমেদ রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আতিকুল হক, এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার এর উপদেষ্টা মন্ডলী সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক জনাব বজলুর রহমান, উপদেষ্টা মন্ডলী সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, উপদেষ্টা ও মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মেঃ মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতি ব্যকস্ এর সভাপতি সামসুল হুদা, উপদেষ্টা তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল আওয়াল মজনু, প্রভাষক এস এম লুৎফুর রহমান, উপদেষ্টা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসিব খাঁন চৌধুরী পাবেল, জহিরুল হক তাহির,এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার এর সহসভাপতি কাওছার আমীর শেখ আব্দুল হাকিম, আব্দুল কাইয়ুম, শেখ জালাল, এসএম সুরুজ আলী,কামরুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন, সাংবাদিক ছানু মিয়া, আমিন আলী সিদ্দিক, দিপ্ত রায়,
সাংগঠনিক সম্পাদক আশাহীদ আলী আশা,শেখ হারুনুর রশিদ, সোহেল আহমেদ রানা,আঃ আজিজ, মুজিবুর রহমান, সাংবাদিক সাইফুর রহমান তারেক, অর্থ সম্পাদক লিটন রায়, মোঃ রহিম মিয়া কাইরুল ইসলাম, সাংবাদিক এস কে সুজন,সহ প্রমুখ, উক্ত অনুষ্ঠান অতিথিদের মাঝে নাগরিক অধিকার এর পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়,
এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। তারা বলেন, প্রচণ্ড শীতে এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অনুষ্ঠানের সকল বক্তারা নাগরিক অধিকার সামাজিক সংগঠন কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষেরা । তারা বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে ভালো লাগছে। আমরা অনেক খুশি। আল্লাহ তাদের ভালো করুন।