স্টাফ রিপোর্টার মোঃ রাশেদ বাহাদুর:
বকেয়া বেতন বোনাস ও ওভারটাইমের টাকা পরিশোদের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বন্দরে পোষাক রপ্তানী প্রতিষ্ঠান টোটাল ফ্যাশন লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা!
মঙ্গলবার ১১ই জুন সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটে বন্দর উপজেলার কামতাল ঢাকা টু চ্ট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে উত্তেজিত শ্রমিকরা!
ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা গনমাধ্যমকে জানান, টোটাল ফ্যাশন এর কতৃপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া বেতন বোনার ও ওভারটাইমের টাকা না পাওয়া পর্যন্ত আমাদে বিক্ষোভ অব্যাহত থাকবে!
এক পর্যায় শ্রমিকদের তোপের মুখে পরে প্রতিষ্ঠানের কতৃপক্ষ আগামী ১৩ই জুন বৃহস্পতিবার বকেয়া বেতন,বোনাস, ওভারটাইম পরিষোদ করা হবে বলে আশ্বাস দিলে মহাসড়ক থেকে শ্রমিকরা চলে এসে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন!
এ ব্যাপারে বন্দর থানার এসি গোলাম মোস্তফা জানান সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনি!
পরে টোটাল ফ্যাশন কতৃপক্ষ সাথে আলোচনার পর বকেয়া বোনাস, বেতন, ওভারটাইমের টাকা তারিখ মোতাবেক পরিষোদ করবে বলে শ্রমিকদের জানান!
এ সময় ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল উপস্তিতিত ছিলেন!
সংবাদ পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্তিতিত ছিলেন!