রাজ্জাকুন্নাহার সুমী
আমি নারী
আমিও পারি।
দুঃখকে করি জয়
ভেঙে চলি সব ভয়।
সংসারে আমি পরম লক্ষী
সদা জাগ্রত আমার অক্ষি।
সন্তান, সংসার আমার ধর্ম
তাই বলে ভুলে যাইনা
আমার যত দায়িত্ব আর কর্ম।
ভেবোনা আমায় দুর্বল,
আমি একা, তবু সবল।
জগৎ সংসারে
বিলিয়ে যাই ভালোবাসা,
সকলকে নিয়ে ভালো থাকতে চাই এটাই পরম আশা।