নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার ৩৪,বীরপুর,নাম: আব্দুর রহিম (রাফি) পিতা: মনছুর আলী। বীরপুর নূর জামে মসজিদ,৩৪ বীরপুর, নরসিংদী সদর,নরসিংদী। বয়স: ১৭ বছর গায়ের রং: শ্যামলা। পরনে ছিল নীল রঙের টাউজার সম্ভবত খালি গা। নিজে ইচ্ছে করে কখনো কারো সাথে কথা বলে না,কেউ জিজ্ঞাসা করলে কথা বলবে।
গত ১৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার রাত ১২ টায় নিজ বাসা থেকে বের হয়ে যায়। ৩৪ বীরপুর,নরসিংদী সদর,নরসিংদী। নিজ বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এর পর থেকে তার এখনো কোন খোঁজ মেলেনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ:
01941903900
01714264035
01893000062
বার্তা প্রেরক মাহমুদুল হাসান লিমন ব্যুরো প্রধান নরসিংদী