মোঃ আবু তালেব নবীগঞ্জ থেকে ঃ আসন্ন নবীগঞ্জ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাত্র দুই জন মাঠে এখন যার তার যোগ্যতা মতে নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে যোগাযোগ ও ভোট প্রার্থনার প্রতিযোগিতা চলছে, উপজেলা নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রথা শুরু থেকেই এ পর্যন্ত এই দুই জন প্রার্থীই নির্বাচনে অংশ গ্রহন করে বার বার প্রতিযোগিতায় নেমেছেন,। এই উপজেলা নির্বাচনে নাজমা বেগম বিগত পর পর দুই বার অংশ গ্রহন করে বিজয় অর্জন করেছেন। তৃতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম অংশ গ্রহন করে আবার প্রার্থী হয়েছেন।
আর শেখ ছইফা রহমান কাকলী ও বিগত দুই বার নির্বাচনে অংশ গ্রহন করে দুই বারই নির্বাচনে পরাজিত হয়েছেন । এই পরাজিত
প্রার্থী এখন ও তৃতীয় বারের মতো অংশ গ্রহন করে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের দ্ধারে দ্ধারে ভোট দেয়ার আকুতি করছেন। অসহায় জন সাধারনের সেবা ও পাশে থাকার জন্য এবং জন সাধারনের পিছনে পিছনে ঘুরছেন। এখন জন সাধারন দুই জন প্রার্থীর মধ্যে কাকে ভোট দেবেন এ নিয়ে চলছে জন সাধারনের মধ্যে আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলেন পুরান প্রার্থীকে না দিয়ে তৃতীয় বারের পরাজিত প্রার্থী শেখ ছইফা রহমান কাকলীকে নবীগঞ্জ পরিষদে দেখতে চায় , আবার কেউ বলে পুরান প্রার্থী নাজমা বেগমকে ভোট দিয়ে নির্বাচিত করা,এ ভাবেই চলছে জন সাধারনের হিসাব নিকাশ। জন সাধারন এখন কি করবে? ইনচাপের পাল্লায় ওজন করেই নির্বাচনে ভোট দেবে। বিবেকই হচ্ছে ইনচাপ। চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বেলায় ও জন সাধারনের হিসাব নিকাশ রয়েছে।