*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা: * নেত্রকোণা আটপাড়া উপজেলায় সরকার কর্তৃক ইজারাভুক্ত নক্তি বিল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবী ও এলাকার লোকজন। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ১১ ঘটিকায় নক্তি বিলপাড় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিানটি মানববন্ধন করে।
* বিলটির ইজারা গ্রহণকারী সংগঠন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মোনববন্ধনে বক্তব্য রাখেন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মাজু মিয়া, সদস্য হিরা মিয়া ও স্থানীয় বাসিন্দা হেকিম মিয়া। নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাজু মিয়া বলেন, সরকারের কাছ থেকে আমরা আমাদের নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে ৬০ একর আয়তনের নক্তি বিল ৩ বছরের জন্য ইজারা নিয়ে মাছ আহরণ করে আসছি। গত দুই বছর সঠিকভাবে মাছ ধরতে পারলেও এ বছর স্থানীয় দৌলতপুর গ্রামের হবিক মিয়া ও তার সহযোগীরা বিলের জায়গা অবৈধভাবে দখল করে মাছ লুট করে নিয়ে যচ্ছে। তাদের বাধা দিতে গেলে উল্টো তারা আমাদেরকে দেশীয় অস্ত্রাদি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আমাদের বিলে ঢুকতে দেয় না। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু তার কোন ফল দেখতে পারছিনা কেননা দৌলতপুর নিবাসী হাবিক গং বিল থেকে অবৈধ দখলদারীত্ব ছাড়ছে না উপরন্ত সন্ত্রাসী কার্য কলাপ করছে এবং সেই সাথে আমাদের সমিতির কাউকে বিলে যেতে দিচ্ছে না। আমরা মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। অভিযোগের বিষয়ে হাবিক মিয়ার সাথে কথা বললে তিনি অভিযোগটি অস্বীকার করে। উনার বক্তব্য হলো নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনের সাথে মিলেমিশেই আমরা বিলটি ভোগ—দখল করে আসছিলাম। কিন্তু এ বছর তারা আমাদের বিল থেকে উচ্ছেদের জন্য নানাভাবে পাঁয়তারা ও হয়রানি করার চেষ্ঠা করছে। বিলে আমাদেরও নিজস্ব জায়গা রয়েছে এছাড়া আমাদের বন্দোবস্ত নেওয়া জায়গাও আছে। আমরা আমাদের জায়গা থেকে মাছ ধরেছি এবং কাউকে হুমকি দেইনি। স্থানীয় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, এ বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে বিষয়টি আপস মীমাংসা করবেন বলে দুপক্ষের লোকজনই আমাদের কাছ থেকে সময় নিয়েছেন। এ বিষয়ে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিন নিপ ‘র সাথে কথা বললে তিনি বলেন অভিযোগ পাওয়ার পরই আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের লোকজনদের নিয়ে এক সাথে নিয়ম অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছি। অবৈধভাবে কেউ বিলের জায়গা ভোগ—দখল করতে পারবে না। তবে নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারাকৃত জায়গার বাইরেও বিলটির আরো জায়গা অন্যদের কাছে বন্দোবস্ত দেওয়া আছে। সুতরাং কোন অপৃতিকর ঘটনা না ঘটনোর জন্য উভয়পক্ষকে পরামর্শ ও নির্দেশ দেন।