নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার : নেত্রকোণা উপজেলা পরিষদে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অষ্টম অলিম্পিয়ার্ড উদ্যাপন উপলক্ষে বিজ্ঞানমেলা ২০২৩ অনুষ্ঠিত ও শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণা সদর, নেত্রকোণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা, মোঃ আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা। তুহিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা। সভাপতি হিসেবে ছিলেন, তানিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা। এই মেলায় জেলার উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার নিয়ে অংশগ্রহণ করেন। পরে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদেরকে আগামীতে যেন আরো ভালো প্রযুক্তি আবিষ্কার ও পরিদর্শন করতে পােও সে জন্য ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের ভালোভাবে কাজ করার জন্য আহ্বান জানান।