নিজম্ব নিজস্ব প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোণা কলমাকান্দায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। নেত্রকােলা কলমাকান্দা উপজেলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্্যালী ও আলােচনা সভার মধ্যদিয়ে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
১১ ডিসেম্বর, বুধবার সকালে কলমাকান্দা কৃষকদলের নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে। দুপুর ২টায় কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে একটি র্যালি বের হয় এবং উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়ে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কৃষক দলের সম্পাদক ফরিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. শামছুক হক মেম্বার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক এম এ খায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম-আহবায়ক সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আইনল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ এবং উপজেলার আট ইউনিয়ন কৃষক দলের সভাপতিবৃন্দ।