*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা*
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রকোণায় জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি’র ৪৮ তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়।
২৬ জানুয়ারি, রবিবার রাত ৯টায় সাতপাই লেভেল ক্রসিং বাজার সংলগ্ন পুকুর পাড় জামে মসজিদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সদস্য সচিব মোঃ ইয়াসিন খানের উদ্যোগে এই জন্মদিন পালিত হয়। নেত্রকোণা পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকরাম উল্লাহর সভাপতিত্বে নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার মেয়র পদে ধানের শীষের নমিনী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক কাইয়ুম খান উথান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিনু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সাবেক ছাত্রনেতা মামুন খান, আরমানুল ইসলাম রানা, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম খোকন, নেত্রকোণা সরকারি কলেজে শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল কালামসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে কোরআন খানি, দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়।