*নিজস্ব প্রতিনিধি:*
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এই কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।
মানববন্ধনে ও সমাবেশে বক্তব্যে বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে সারাদেশের সকল আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানান।
মানববন্ধনে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারীর আহবানে ও ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা,এডভোকেট শাহনেওয়াজ আকুঞ্জি,এড. আব্দুল ওয়াহাব, এডভোকেট জাকারিয়া সরকার প্রমুখ।
এছাড়াও এডভোকেট মোশারফ হোসেন মীরধা, এডভোকেট শহিদুল ইসলাম রেনু,এডভোকেট জয়নাল আবেদীন,এডভোকেট হোসনে আরা শিউলি, এডভোকেট আব্দুল মতিন,এডভোকেট সাইফুল ইসলাম সেকুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।