*নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা:*
নদী দখল মুক্ত ও জলমহাল নামে মগড়া দখল হঠাও এই শ্লোগান কে সামনে রেখে গত কাল ১৭ই ডিসেম্বর নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদর উপজেলার মইশাখালি, হরিপুর,মাধবপুর, ভাসাপাড়া, দেওপুর, বিশ্বনাথপুর, গাছগড়িয়া, গ্ৰামের জন সাধারণ।
মানব বন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নেত্রকোনা সদর উপজেলাধীন পৌরশহরের নাগড়া দিশারী মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ এর নামে ইজারা নিয়ে মগড়া উন্মুক্ত নদীকে জলকান্দি নামকরণ করে অবৈধভাবে ভোগ দখল আসছেও এলাকার সাধারণ মানুষ কে নিষেধ বাধা দিয়ে আসছে সমিতির সভাপতি জ্যোতিষ বর্মন ও তার অনুসারীরা।
তার প্রতিবাদে গত ৪/১১/২০২৪ইং তারিখে এলাকা বাসী মগড়া নদীকে জলকান্দি নাম করে অবৈধভাবে ইজারা নিয়ে নদী দখলের প্রতিবাদে জেলা প্রশাসকের বরাবর অভিযোগ দাখিল করেন।
তার পরিপ্রেক্ষিতে অবৈধ দখলকারীরা ১৯/১১/২০২৪ইং জেলা প্রশাসকের বরাবর এলাকাবাসীর নামে পাল্টা অভিযোগ করেন।
১৭/১২/২০২৪ইং বেলা ১১ঘটিকায় ভোক্তভোগী এলাকাবাসীগণ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর এর শুনানিতে হাজির হোন।
উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষপ্রমাণের ভিত্তিতে মগড়া নদীকে জলকান্দি জলমহাল নামকরণের বৈধতা খুঁজে না পেয়ে বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ইজারা গ্ৰহনকারী দিশারী মৎস্য জীবি সমবায় সমিতির ইজারা অবৈধ বলে আখ্যায়িত করেন।
এবং এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার অভিমত ব্যক্ত করেন।