স্টাফ রিপোর্টার দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নেত্রকোণা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. আবু তাহের খান। মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ—২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজটির তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেতকে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের প্রাণিবিদ্যা বিভাগে বদলি করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। মঙ্গলবার তাকে ভারমুক্ত করে অধ্যক্ষ পদে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।আবু তাহের খান ১৯৯৬ সালের ৮ আগস্ট শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রভাষক পদে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে যোগদান করেন। এরপর তিনি কর্মজীবনে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, গৌরীপুর সরকারি কলেজ, দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে শিক্ষকতা করেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে গবেষণা কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সবশেষ ২০২৩ সালের ২১ মার্চ নেত্রকোনা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান প্রফেসর আবু তাহের খান।