নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার : নেত্রকোণা সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নেত্রকোণা জেলা শহরের নাগড়া বিনোদ বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন দয়াময় আশ্রম মাঠে বুধবার সন্ধ্যায় সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল সিয়াম। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী ও নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সহ. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নন্দন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগ নেতা জোনায়েদ মৃধা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী নেতা আব্দুর রউফ। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।