স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল বাতেন উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপি থেকে গত ৫ মার্চ তাঁকে বহিস্কার করা হলেও তা প্রকাশ পেয়েছে নির্বাচনের দিন।
শনিবার (০৯ মার্চ) সকালে নির্বাচন চলাকালীন সময়ে বহিষ্কারাদেশের তথ্যটি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু। তবে নির্বাচনের দিনে কেন প্রকাশ এটি জানতে চাইলে তিনি সদোত্তর দিতে পারেন নি। জানা গেছে, গত ৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে দল থেকে বহিষ্কারাদেশ বিভাগীয়সহ জেলার আহবায়ক ও সদস্য সচিব বরাবর অনুলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো। এর অনুলিপি দেয়া হয়েছে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক মোঃ শরিফুল আলম, সহ সাংগঠনিক ওয়ারেস আলী মামুন, নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালিকে। কিন্তু বিষয়টি সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচনের দিন ৯ মার্চ সকাল থেকে প্রকাশ পায়। এব্যাপারে জানতে বিএনপির সদস্য সচিবের সাথে কথা বলতে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে জেলার যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু জানান, কেন্দ্রে জানানোর সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে। সরজেমিনে নির্বাচনের দিন নির্বাচনী এলাকা রৌহা ইউনিয়ন ঘুরে দেখা গেছে বিভিন্ন জায়গায় তার পোস্টারে প্রচারণা থাকলেও অন্যান্য নির্বাচনী প্রার্থীদের চেয়ে তুলনামূলক প্রচারণা কম। আবার বিভিন্ন কেন্দ্রে তাঁর এজেন্টও উপস্থিত পাওয়া যায়নি।