স্টাফ রিপোর্টার: অর্ন্তভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই পতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাঈম সুলতানা লিবনসহ প্রমুখ। সভায় জেলা প্রশাসক বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে সরকার নানাবিধ প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় সচেতনতা বাড়াতে নিরলস কাজ করে যেতে হবে।