স্টাফ রিপোর্টার: পুলিশ এর পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদক পেলেন নেত্রকোণার পূর্বধলার কৃতি সন্তান ডিএমপির বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আরাফাত রহমান খান লেলিন। সাহসিকতা ও বীরত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এ পদক পরিয়ে দেন।
“স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” মূল প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সপ্তাহ—২০২৪ এর প্যারেড শেষে ৪০০ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক দেয়া হয়। ওসি আরাফাত ডিএমপিতে ২০১৩ সাল থেকে বিভিন্ন ইউনিটে পুলিশ পরিদর্শক হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মাদক, জঙ্গি—সন্ত্রাস, ইভটিজিং, কিশোরগ্যাং, নারী নির্যাতন প্রতিরোধসহ আইনশৃঙ্খলার উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে পিপিএম পদক পেয়েছেন। ওসি আরাফাত নেত্রকোণা জেলার পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের খলিশাপুর খানপাড়া গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। তাঁর পিতা ভাষা সৈনিক মরহুম আব্দুল ওয়াদুদ খান ভূমি উপ—সহকারী এবং পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর আপন চাচা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খান পিপিএম, তৎকালীন ভারপ্রাপ্ত ডিআইজি এবং সাবেক প্রধান তদন্ত কর্মকর্তা (আইজিপি পদমর্যাদা) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ। পিতার চাকরির সুবাদে ওসি আরাফাত ১৯৭৩ সালে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ থেকে ১৯৮৮ সালে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রা পাশ করেন। তিনি ১৯৯৭ নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ থেকে ১৯৮৮ সালে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এমএসসি এবং মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী পাশ করেন। তিনি ১৯৯৭ সালে পুলিশের এসআই পদে ভর্তি হন। ওসি আরাফাত মোবাইল ফোনে জানান, কাজের স্বীকৃতি স্বরূপ পদক পেলে কর্মস্পৃহা ও দায়িত্ব অনেক বেড়ে যায়। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ এর উর্ধ্বতন কর্মকতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ” গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা চেয়েছেন।