1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
পঞ্চগড়ে ওয়ারিশ সূত্রে জমি ফেরত পেতে ভুক্তভোগীদের অভিযোগ। - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ২:৫৪|

পঞ্চগড়ে ওয়ারিশ সূত্রে জমি ফেরত পেতে ভুক্তভোগীদের অভিযোগ।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪,
  • 22 জন দেখেছেন

 

মোহাম্মদ মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার। 

পঞ্চগড়ে ওয়ারিশ সূত্রে জমাজমি দখল পাওয়ার অভিযোগ, অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় ১০ নং গড়িনাবাড়ি ইউনিয়নের টাংহাপাড়া গ্ৰামের বাসিন্দা মৃত ধুলু মোহাম্মদ,

 

এর পুত্র  মোঃ আজিজার রহমান, তিনি অভিযোগের মাধ্যমে জানান নিম্ন তফশিল বর্ণিত ওয়ারিশ সূত্রে জমাজমি দখল পাওয়ার জন্য বিভিন্ন মহলে ধরনা দিয়েও সঠিক বিচার পাচ্ছেন না।

 

তিনি জানান বর্তমান জবরদখলকারীদের নিয়ে, একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান জমাজমি বিষয়ে আপস মীমাংসা করে জমিরহীর্ষা ভাগ করে দেন, কিন্তু মোঃ আফসার গং তা কিছুতেই মেনে নেন না।

 

পরবর্তীতে গত সেনাবাহিনী  শাসন আমলে ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান, সেনাবাহিনী বরাবরে অভিযোগ জানালে তখনকার সেনা বাহিনী জমির মূল কাগজপত্র পর্যবেক্ষণ করে মোঃ আজিজার রহমানকে, ওয়ারিশ সূত্রে জমি পাইয়ে দেন।

 

তখন থেকে আজিজার রহমান জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু ভাববার বিষয় বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ,একই এলাকার বাসিন্দা, মৃত বুধু মোহাম্মদ, এর পুত্র মোঃ আফসার আলী, আইন অমান্যকারী তার দুই ছেলে মোঃ আখতারুজ্জামান রাজু মুহুরী, মোঃ আব্দুল রহমান,  তার দলবল নিয়ে পুনরায় আজিজার রহমানের, ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করে নিয়ে ১৬ বছর যাবত ভোগ-দখল করে খাচ্ছে।

এমনতা অবস্থায় আজিজার রহমান ও তার পুত্র বাধা প্রদান করলে তাদেরকে বেধড়ক মারপিট করে। এখানেই শেষ নয় দলের প্রভাব খাটিয়ে তাদের বাপ ছেলেকে অন্যায় ভাবে জেল হাজতে পাঠায়। এবং আফসার আলীর ছেলে মোঃ আক্তারুজ্জামান রাজু কোর্টের মুহুরি হওয়ায় কথায় কথায় মামলা ও প্রাণ নাশের হুমকি ধমকি দেখায়।

 

এমনটি যদি হয় দেশের বিচার তাহলে নিরীহ লোকেরা কোথায় গিয়ে দাঁড়াবে।

তাই আজিজার রহমান সহ তার পরিবারের দাবি তাদের নিম্ন তফশিল বর্ণিত ওয়ারিশ সূত্রে পাওনা জমি ফেরত দেওয়ার জন্য বর্তমান নতুন বাংলাদেশের সকল স্তরের প্রশাসনের কাছে আকুল আবেদন।

পঞ্চগড় মৌজার মহিমাগঞ্জ,জে এল নং-০৬  তফসিলে বর্ণিত

জমির দাগ খতিয়ান পর্যবেক্ষণ করে জানা যায়, মোঃ আজিজার রহমান, ওয়ারিশ সূত্রে  বিভিন্ন দাগ খতিয়ানে ৫ একর ১৫ শতক ২৫. পয়েন্ট জমির মধ্যে ২ একর ৬৯ শতক জমি নিয়ে বিরোধ চলছে আওয়ামী লীগ পন্থী মোঃ আখতারুজ্জামান রাজু মুহুরী গং এর সাথে।

 

এ বিষয়ে আফসার আলী  গং এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!