মোঃ ওয়াহেদুল করিম,বোদা উপজেলা প্রতিনিধি(পঞ্চগড়)
পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজার সংলগ্ন জেমজুট লিমিটেড মিলস্ এ আজ রবিবার (২৪ মার্চ) আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটে একটি ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
উক্ত অগ্নিকান্ডে জেমজুট মিলস্ এর একটি সিকিউরিটি কোয়াটার পুড়ে যায়।তিন রুম বিশিষ্ট কেয়াটার,একটি মোটরসাইকেল ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের পঞ্চগড় ও বোদা ২ টি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছায় এবং তাদের অদম্য চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।
ফায়ার সার্ভিস পঞ্চগড় ইউনিট এর দায়িত্বরত কর্মকর্তা তুষার কান্তি বলেন,বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগ্নিকান্ডটি ঘটে। উক্ত অগ্নিকান্ডে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।