মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম রতনদী এলাকার মন্ডল বাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায় ঘটনা ঘটে গতকাল গভীর রাতে। গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম রতনদী এলাকার মন্ডল বাড়িতে অনুকুল মন্ডল এর স্ত্রী মিনতী রানী বাড়িতে একা থাকা অবস্থায় নিজ টিনসেট ঘরের মেঝের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে গলাচিপা থানা পুলিশকে জানানো হলে ঘটনা স্থলে পুলিশের উপস্থিতিতে লাশ নামানো হয় এবং ময়নাতদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে আসা হয়।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন আমারা সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর হবে।