পটুয়াখালী (দশমিনা প্রতিনিধি)
পটুয়াখালী দশমিনা উপজেলায় বিভিন্ন গ্রামের ছড়িয়ে পড়ছে মলন পাটী ও অঙ্গান পাটী। দশমিনা বাঁশবাড়ীয়া ইউনিয়ন চরহোসেনবাদ গ্রামের গত ০৪/০৭/২৪ তারিখ এক বাড়ীতে এ ঘটনা ঘটেছে। ঐ পরিবার ৫ সদস্য কে ভাতের সাথে চেতনা নাশক ঔষাধ মিশিয়ে টাকা পয়সা ও স্বর্নলংকার লুটপাট করে। ঐ পরিবারের আবদুল সালাম জানায় এই এলাকায় সন্ধার পরে গ্রামের ছড়িয়ে রাতের অন্ধকারে ডাকাতি করে থাকে। এতে গ্রামের মানুষ ভয়ে থাকে। দশমিনায় কয়েক দিন যাবত ডাকাত দল বেড়ে গিয়েছে। ভাতের সাথে ঔষধ খাওয়া তার কারণে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে, তাদের কে দশমিনা উপজেলা স্বাস্থা নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্থাফিজুর রহমান বলেন তাদের কে খাবার সাথে চেতনা নাশক খাওয়ানো হয় এজন্য তারা অঙ্গান হয়ে পড়ে। কয়েক দিন আগে রনগোপালদী ইউনিয়ন আউলিয়া পুর গ্রামের হাওলাদার বাড়ি এ ঘটনা ঘটে। তাদের ও টাকাপয়সা স্বর্ন লোংকার ডাকাতি করে। তাই গ্রামের মানুষ ঠিক ভাবে ঘুমাতে পারে না।