স্টাফ রিপোর্টার: পটুয়াখালী পৌরসভা নির্বাচন হয়েছিল কত ২৮ ফেব্রুয়ারী ২০১৯ সালে দেখতে দেখতে পার হয়েছে প্রায় ৫ টি বছর এবার আবার পৌরসভার নির্বাচনী দরজায় কড়া নারছে।কিছু দিনের মধ্যেই হতে পারে নির্বাচনী তফসিল ঘোষণা। তাই জনমনে ভাবনা জেগেছে কে হবেন এবারের পৌর মেয়র? বিগত ৫ টি বছর সুনামের সাথে কাজ করেছেন বর্তমান পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। পৌরসভার অধিকাংশ জনগণ বলছেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ’র বিকল্প নেই কিন্তু প্রার্থী হওয়ার দৌড়ে আছেন প্রায় একডজন প্রার্থী। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ পৌরসভার অসংখ্য উন্নয়ন মূলক কাজ করেছেন যা বিগত কোন মেয়রের আমলে হয়নি। সাধারণ ভোটারদের অনুভূতি হলো বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ আমাদের সাথে এমন ভাবে মিশে গেছে যেনো তিনি পৌর মেয়র না আমাদের ভাই বন্ধুর মতো। মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন গত নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাঁর ১১০% পূরণ করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। তিনি বলেন উন্নয়নের পক্ষে ভালো মানুষকে আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করবেন তাহলে যেমন উন্নয়ন পাবেন তাঁর সাথে সাথে ভালো নেতাও পাবেন।