মোঃওয়াহিদুল করিম,বিশেষ প্রতিনিধি(পঞ্চগড়)
পঞ্চগড় জেলার বোদা থানার বেংহাড়ি নামক স্থানে ১১ই মার্চ বাদ মাগরিব রমজানের স্বাগত র্র্যালির আয়োজন করে বেংহাড়ি ইমাম ওলামা কল্যাণ পরিষদ।
উক্ত র্যালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেংহাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেধাবী ছাত্র নেতা মোঃ জুলফিকার রহমান।
উক্ত র্র্যালিটি প্রায় অর্ধ হাজার মানুষ নিয়ে অনুষ্ঠিত হয়।নারায়ে তাকবীর-আল্লাহু আকবার,আহালান সাহালান-মাহে রমাদান,দিনের বেলা হোটেল রেস্তোরা-বন্ধ রাখুন রাখতে হবে,অশ্লীল বেহায়াপনা-বন্ধ করুন করতে হবে ইত্যাদি স্লোগানে মুখরিত হয় রাজপথ।
উক্ত স্বাগত র্র্যালিতে সভাপতিত্ব করেন বেংহাড়ি ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোঃ ফারুক আলম ওহেদী।সভাপতির মোনাজাতের মাধ্যমে র্র্যালির সমাপ্তি হয়।