মোঃ সৈয়দ মিয়া ( চট্টগ্রাম )
চট্টগ্রাম সাতকানিয়া পশ্চিম বাজালিয়া গ্রামের ১নং ওয়ার্ডের মোঃ আব্দুল্লাহ আর : মোঃ মাজেদ নামে এই দুই জন মোটরসাইকেল নিয়ে বিয়ের অনুষ্ঠানের যাওয়ার সময় কারেন্টের হাম্বার সাথে মুখোমুখি হয়ে মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয় ঘটনা পরে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন মোঃ আব্দুল্লাহ নামে :(১৭) নিহত হবার আব্দুল্লাহর পরিচয় সাবেক গ্রামপুলিশ আবদুল গফুর এর একমাত্র ছেলে নিশ্চিত করেন ঘটনা টি ঘটে ২৩ তারিখ রাত ১১ টায় ২০২৪ : মোঃ মাজেদ নামে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা দিনে আছে বলে জানানো গেছে : নিহত হওয়ার আব্দুল্লাহ তার প্রতি আশেপাশে সজন রা ও প্রতিবেশীরা সুখ জানাতে আসেন সবাই