স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দ্রী দ্রুতগতির একটি ভটভটি চাকা খুলে উল্টে খাদে পড়ে চালক আহত হয়েছেন। আজ বুধবার সুন্ধা ৬:৩০ পাঁচবিবি উপজেলার ডুগডুগি -পাঁচবিবি সড়কের কেওর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ডাইভারকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।