পাইকগাছা প্রতিনিধি সোহেল রানা: পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন পার্কের পাশে বাস ও ভ্যানের সংঘর্ষে লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র,মোছাল সরদার মৃত্যুবরণ করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসময় ভ্যান চালক লক্ষ্মীখোলা গ্রামের লিটন এবং অপর যাত্রী একই গ্রামের লিয়াকত আলী গাজী আহত হয়েছেন দূর্ঘটনার সংবাদ শোনামাত্রই লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য সুদক্ষ কাগজি পরিবারের কৃতি সন্তান চেয়ারম্যান তুহিন কাগজী ঘটনাস্থল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান আল্লাহতালা উনাকে জান্নাতবাসী করুক আমিন ।