স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় থানার ২ নং কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মাদরাসা পড়ুয়া ছাত্রীকে প্রেমের সম্পর্ক করে গত ২৯শে ডিসেম্বর থেকে পালিয়ে আছেন একই উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মোঃ বাচ্চু গাজীর ছেলে শাহদাত হোসেন (২০) এর সঙ্গে।
মেয়ের পিতা ইকবাল হোসেন শিকদার অশ্রুসিক্ত নয়নে বলেন, আমার মেয়ে সাদিয়া সুলতানা ইরানী (১৪) গদাইপুর আল-আমিন মহিলা দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। সে বাড়ি থেকে মাদরাসায় ক্লাস করতেন এমন সুযোগ বুঝে পার্শ্ববর্তী এলাকার শাহদাত হোসেনের সঙ্গে প্রেমর সম্পর্ক গড়ে তুলে। মেয়ে না বুঝে প্রথমে ছেলের বাড়িতে গিয়ে ওঠে এমন প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বসে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি। মেয়েকে নিয়ে এসে আমার শশুর বাড়ি ডুমুরিয়া উপজেলাতে রাখি। কিন্তু মেয়েটা আবার নানা বাড়ি থেকে চলে যায়। এখনো আমার মেয়ের কোনো সন্ধান নাই। আমার অবুঝ কন্যা সন্তানকে আমার কাছে পেতে চাই!
পাইকগাছা উপজেলার অফিসার ইনচার্জ মোঃ সাবজেল হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।