সোহেল রানা,
পাইকগাছা খুলনা প্রতিনিধি:
পাইকগাছায় আলোচিত সুপার গ্লু, চেতনা নাশক স্প্রে ও ধর্ষণ মামলার মূল আসামি গদাইপুর গ্রামের একরামুল জোয়ার্দারের পুত্র মো: এনামুল জোয়াদ্দার(২৫) কে অস্ত্র-গুলি সহ অন্যান্য আলামত উদ্ধার করেছে থানা পুলিশ। অস্ত্র, ডাকাতি সহ পূর্বে ৮ টি মামলা রয়েছে তার নামে। সে আলোচিত ধর্ষণ ও লুটপাট ঘটনার দায় স্বীকার করেছে বলে থানা সুত্রে জানা যায়।