সোহেল রানা স্টাফ রিপোর্টার:
খুলনা পাইকগাছা উপজেলা ৭/সাত নম্বর গদাইপুর ইউনিয়ন বাজার চত্বরে (১০ই জানুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে–
মুহাঃ আমিনুল ইসলাম (কাজল) এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান-প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য
মাওঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ঐতিহাসিক বক্তব্য রাখেন–
খুলনা জেলা যুবদলের সাবেক যুবদল নেতা কাজী ইশতিয়াক আহমেদ( এস্তোফা)
এ সময় তিনি বলেন কিছু রক্তচোষা বুদ্ধিজীবী স্বার্থ লোভীদের অর্থ বাণিজ্য করার জন্য
অভাবী গরিব মানুষগুলো খাসখালের সুবিধা থেকে আজও বঞ্চিত হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডঃ কাজী সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ফারুক,
আনিচুর রহমান মোড়ল,
কাজী সিফাত উল্লাহ, শেখ মোঃ হামিদ, মোঃ ফজর আলী সরদার,আব্দুল ওহাব শেখ , মোঃ শাহজাহান মোড়ল,মোঃ কাইয়ুম মল্লিক, মোঃ আব্দুল্লাহ সানা, মাহবুর গাজী ও মজিদ মোড়ল সহ,
বিভিন্ন গ্রাম ইউনিয়ন থেকে আগত স্থানীয় গণ্যমান্য
উক্ত অনুষ্ঠানে খাসখাল সংলগ্ন বসতবাড়ির বাসিন্দা মেলেকপুরাইকাটি গ্রামের শেখ মোঃ বারিক হোসেন তার বক্তব্যে তুলে ধরেন। আমার বাড়ির সংলগ্নে এই খাসখাল একাধিকভাবে পানি প্লাবিত হওয়ায় আমার পরিবার নিয়ে বসত করা কষ্টকর,
এখানে বসবাস করতে হলে খাসখাল খনন করা জরুরি প্রয়োজন।
এ সময় আমন্ত্রিত বক্তারা বলেন বর্ষার মৌসুম শুরুর আগেই খাসখাল গুলো পুনরায় খনন করা প্রয়োজন। আগামীতে এই খাসখাল গুলো পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনের নিকট থেকেও সহযোগিতা নেওয়া হবে।