(এস,এম, আলতাব হোসেন,বিশেষ প্রতিনিধি) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্য বাহী হাট পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ মাঠে “হাট পাঙ্গাসী সূর্যমুখী ইয়াং স্পোর্টিং ক্লাব” কর্তৃক মরহুম আরাফাত কোকো স্মৃতি ক্রিকেট (T-16)-2025 খ্রিষ্ঠাব্দের টুর্নামেন্ট এর চুড়ান্ত ফাইনাল খেলার প্রতিযোগিতা ও প্রাপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। সুপার সিক্স চান্দায়কোনা বনাম চকচন্ডী সুপার কিংস–বহুলীর মধ্যে চুড়ান্ত ফাইনাল খেলার লড়াই হয়। উক্ত খেলার লড়াইয়ে চকচন্ডী সুপার কিংস বহুলী বিজয়ী লাভ করেন।খেলাটি শুরু হয় সকাল ৯.০০ ঘটিকার সময়। খেলা ও প্রাপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শামসুল আলম( খোকন) -সিনিয়র সহ-সভাপতি, পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি এবং ১নং ওয়ার্ড ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং চার চারবার সাবেক জাতীয় সংসদ সদস্য (৬৪–সিরাজগঞ্জ -৩) আসন থেকে নির্বাচিত জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকেন জনাব আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান, -উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বি এন পি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বি এন পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম -সভাপতি রায়গঞ্জ উপজেলা বি এন পি। জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া -সিনিয়র সহ-সভাপতি. রায়গঞ্জ উপজেলা বি এন পি এবং সভাপতি পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ রাহিদ মান্নান লেলিন, সদস্য সিরাজগঞ্জ জেলা বি এন পি। জনাব ব্যারিস্টার আব্দুল বাতেন,সাবেক আহবায়ক উপজেলা বি এন পি। জনাব মোঃ আবুল কালাম আজাদ -সাংগঠনিক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বি এন পি। জনাব, গাজী মোঃমজিবর রহমান মল্লিক -সাধারণ সম্পাদক, পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ শাহীন ইসলাম -সাংগঠনিক সম্পাদক, পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ আব্দুর রাজ্জাক (রানা), সভাপতি রায়গঞ্জ উপজেলা যুবদল।জনাব মোঃ ওবায়েদুল্লাহ খান প্যারিস, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা যুবদল।জনাব মোঃ মোসাদ্দেস হোসেন সোহান -আহবায়ক রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল।জনাব মোঃ ইয়াহিয়া খান হিরা- সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল।জনাব মোঃইকবাল হোসেন -আহবায়ক, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।জনাব মোঃসজল সরকার -সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।জনাব মোঃ মামুন সেখ, ইউ পি সদস্য, ২নং এয়ার্ড ও আহবায়ক, পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ মোস্তফা সরকার, সদস্য সচিব, পাঙ্গাসী ইউনিয়ন যুবদল। জনাব মোঃ এসকেন্দার মির্জা জুয়েল -সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা সেচ্ছাসেবক দল।জনাব মোঃশাকিল আহমেদ সরকার, জনাব মোঃ মনিরুজ্জামান মনি,জনাব মোঃসোলায়মান হোসেন, জনাব মোঃ নাজমুল হাসান। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হানিফ, সভাপতি, ইট ভাটার মালিক সমিতি, রায়গঞ্জ উপজেলা। জনাব মোঃ ওমর ফারুক খান,জুবায়ের -সাধারণ সম্পাদক, ইট ভাটার মালিক সমিতি, রায়গঞ্জ উপজেলা।জনাব মোঃএনামুল হক-বিশিষ্ট ব্যবসায়ী,হাট পাঙ্গাসী।জনাব মোঃহারুন -ক্লাসিক ব্রিকস্র,বারইভাগ।জনাব মোঃদানেজ আল-সুরমা ব্রিকস,দেউলমুড়া। জনাব মোঃ মনিরুল ইসলাম (মাষ্টার) -এইচ, এস বি।জনাব মোঃ হারুনুর রশিদ, জনাব মোঃ সুলতান মাহমুদ, জনাব আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন। আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মোঃ ফজলুর রহমান বাবলু,সভাপতি, ১নং ওয়ার্ড বি এন পি, পাঙ্গাসী ইউনিয়ন। জনাব মোঃ মুকুল হোসেন – সাংগঠনিক সম্পাদক -১নং ওয়ার্ড পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ শওকত আলী সেখ -সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বি এন পি। সার্বিক সহযোগিতা করেন -“হাট পাঙ্গাসী সূর্যমুখী ইয়াং স্পোর্টিং ক্লাব।” বিশেষ সহযোগিতায় ছিলেন জনাব মোঃ তুহিন সেখ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল।জনাব মোঃ কামাল হোসেন (সেচ্ছাসেবক দল)।ও জনাব মোঃ সবুজ হোসেন – জয়েন্ট সেক্রেটারী,ছাত্রদল।আরো অনেক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরাজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী দলের অধিনায়ক সহ সকল খেলোয়াড়দের হাতে অর্জিত প্রাপ্ত পুরস্কার তুলে দেন। উজ্জীবিত বিজয়ী দলের সকল খেলোয়াড় ও জনসাধারণ। সবশেষে সম্মানিত সভাপতি উক্ত চুড়ান্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সন্ধ্যা ৭.০০সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ জানান।