,,,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,,,,,
পাবনার আটঘরিয়ায় বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে গতরাত থেকে বাড়িতে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের লোকজন নিকট আত্মীয় ও প্রতিবেশীদের মাধ্যমে অনেক খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে আজ দুপুরে স্থানীয় হাচেন আলীর বাঁশঝাড়ে গলায় গামছা পেঁচানো তমা খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। মৃতদেহের পাশে একটি পলিথিনে চিপস এবং চানাচুরের প্যাকেট পরে থাকতে দেখা গেছে।
পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে কিশোরী তমাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।