আহমেদ হোসাইন ছানু, সিনিয়র স্টাফ রিপোর্টার- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামি জোটের অধীনে ১৫ টি দল তৃনমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল। একই সঙ্গে তৃনমূল বিএনপির প্রতিক সোনালী আঁশ ব্যবহার করবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত জেনিয়াল রেস্টুরেন্টে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীদের সাথে মতবিনিময়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রগতিশীল ইসলামি জোট, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বলেন, ‘ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় নির্বাচন করবো। এখানে উপস্থিত ১৫ টি দল। আমাদের কারোরই নিবন্ধন নেই। কারণ আমরা কেউ নিবন্ধনের মাঝে বা কেউ কার্যক্রমের মধ্যে আছি। সময় সল্পতার কারনে আমাদের নিবন্ধন হয়নি। যার কারণে এই সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল তৃনমূল বিএনপি। তাদের সঙ্গে একটা ঐক্যবদ্ধ জোট করে তাদের প্রতিকে আমরা নির্বাচন করবো। আমরা প্রগতিশীল ইসলামী জোটের শীর্ষ নেতৃবৃন্দরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃনমূল বিএনপির প্রতিক সোনালী আঁশ নিয়ে ভোট করবো। তিনি বলেন, সরকারের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এবারের নির্বাচন অতীতের মতো প্রশ্নবিদ্ধ হবে না। সরকার, নির্বাচন কমিশনসহ যারা নির্বাচনের সঙ্গে জড়িত রয়েছেন তারা কথা দিয়েছেন এলাকায় কোনো গুন্ডা থাকবে না। জনগণ সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর আমরা এটাই চাই। আমরা সকলকে নিয়ে একটা ভোট করতে চাই। সরকারের কাছ থেকে এই আশ্বাস পাওয়া গেছে যে নিরপেক্ষ ভোট হবে। প্রশাসনের সহায়তা সকল প্রার্থী পাবেন। আশাকরি এবার তৃনমূল বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে অংশগ্রহন করতে পারবে, ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা দেশের মানুষের জন্য এক সঙ্গে কাজ করবো। গণ আজাদী লীগের সভাপতি ও জোটের কো- চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রগতিশীল ইসলামি জোটের সমন্বয়ক নুরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, নেজামে ইসলামি বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মুফতি আহসান উল্লাহ সালামী, বাংলাদেশ তরীকত ফ্রন্ট- চেয়ারম্যান, মুফতি মাহাদী হাসান বুলবুল, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি-র প্রতিষ্টাতা চেয়ারম্যান, সামছুল আলম চৌধুরী সুরমা ভাই, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ (বি এন ডি এল)- চেয়ারম্যান অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির, জনতার কথা বলে এর চেয়ারম্যান মুহাম্মদ নাঈম হাসান, সাধারণ ঐক্য আন্দোলন- চেয়ারম্যান হাবিব উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ- চেয়ারম্যান, মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ডা. মো. সম্রাট জুয়েল, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মাহবুবুল আলম, বাংলাদেশ গণ আজাদী লীগ এর নির্বাহী সভাপতি এস এম রাশিদুল আলম, মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন প্রমুখ।