কাইথাং খুমী থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিল বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টা সময়ে থানচি উপজেলা ২নং তিন্দু ইউনিয়নের হেডম্যান মাংলুং পাড়ায় মি: সইনাং খুমী সভাপতি বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিল, তার সভাপতিত্বে “নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করুন” এ স্লোগান নিয়ে বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিল বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সিঅং খুমী। এতে গেস্ট অফ অর্নার হিসেবে উপস্থিত আছেন জনাব থোয়াই হ্লা মং মারমা চেয়ারম্যান থানচি উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উনিহ্লা মারমা সম্পাদক, হেডম্যান কারবারি কল্যান পরিষদ, বোমাং সার্কেল, বান্দরবান পার্বত্য জেলা, জনাব কোঅং খুমী মেম্বার, জনাব নাংলুং খুমী মেম্বার, রোয়াংছড়ি কলেজ প্রভাষক জনাব নাংফ্রা খুমী, আরও উপস্থিত আছেন জনাব হইনাং খুমী সাধারণ সম্পাদক বাংলাদেশ খুমী কল্যান পরিষদ, ও সভাপতি বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিল থানচি উপজেলা শাখা জনাব রেত্যা খুমী সহ বিভিন্ন সহযোগী উক্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত রয়েছে। তাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব হইসাই খুমী হেডম্যান ৩৬৭ নং তিন্দু মৌজা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ খুমী কল্যান পরিষদ, জনাব খামনে খুমী প্রমূখ