মহসিন আলম মুহিন
সমস্ত প্রশংসা হে মহান মনিব-তুমি আমাদের রব,
বড় দাতা দয়াময়-আল্লাহ, তুমিই আমাদের সব।।
বিচার দিনের মালিক তুমি-তুমিই আমাদের পালক,
বান্দার তরে অসীম করুণা-রাখো যে তোমার পলক।।
আমরা তোমার এবাদত করি-তোমার আদেশ মত,
আমাদের যা দরকার-দিও প্রভু হাজত আছে যত।।
সঠিক পথে চালাও-যে পথে ছিলো তোমার প্রিয়জন,
সহজ রাস্তা দেখাও প্রভু-তুমি যে মহান, তুমিই আপন।।
সে পথে নহে যে পথ কাঁটার-যে পথে আছে ভ্রান্তি,
সেই পথে চালাও-যে পথে চললে শান্তি আর শান্তি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯