মোঃ মামুন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়নের ভাদুপারা গ্রামের ফজলু মন্ডল এবং শারীরিক অসুস্থ সুখজান দম্পতি নজিরবিহীন প্রেমের এক ইতিহাস রচনা করেছে। তাদের ভালোবাসা গল্প এখন মানুষের মুখে মুখে। ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৫ বছর আগে ভালোবেসে সুখ জানের হাত ধরেন ফজলু মন্ডল।তাদের এই চলার পথটা মোটেও সহজ ছিল না।কেননা অন্য আর দশটি মেয়ের মতো সুস্থ-স্বাভাবিক নন সুখজান।তবে ভালোবাসা অন্ধ, তার প্রমাণ দিয়েছেন এই দম্পতি। ভালোবাসা মানে একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। সুখে-দুঃখে সবসময় পাশে থাকা। সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার নামই ভালোবাসা। তবে স্বার্থের দুনিয়ায় যেখানে ঠুনকো আঘাতে সম্পর্ক ভাঙনের ছড়াছড়ি, সেখানে দুটি মানুষ কাটিয়ে দিয়েছেন ভালোবাসার অনেকটি বছর। গ্রামে ছোট্ট একটি ঘর আর একটি তিন চাকার ভ্যান সম্বল এ দম্পতির। শত কষ্টের মধ্যেও ভালোবাসা আর পরস্পর আস্থা-বিশ্বাসই যেন তাদের কাছে সুখের পালক।তাদের মধ্যে রয়েছে নজিরবিহীন ভালোবাসার বন্ধন, রীতিমতো অবাক করে স্বজন ও প্রতিবেশীদেরও। তাদের এই কঠিন জীবন এ সংগ্রামে মসৃণ পথ তৈরির মূলে ছিল প্রেম, ভালোবাসা, ভরসা আর বিশ্বাস। সন্তানরা তাদের খোঁজ খবর না রাখার কারণে, অসুস্থ স্ত্রী কে নিয়ে এক পর্যায়ে সচ্ছলতার জীবন ছেড়ে অভাবের সংসার মেনে নেন অসহায় স্ত্রীর পাশে থাকতে। ভালোবাসা যেখানে অভাব-অনটন দেখে দৌড়ে পালায়, সেখানে অভাবকে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে এ দম্পতি।