মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তৌহিদ আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার তৌহিদ বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। তাঁর নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার বাজার এলাকা থেকে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদের নামে একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে৷