হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের অসীম সাহস, দেশপ্রেম ৭১ এ পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেন। নিজের জীবন বাজি রেখে তারা দেশের স্বাধীনতা ছিনিয়ে আনেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা, বাংলাদেশ নামক স্বাধীন ভূ-খণ্ড। দেশের সর্বোচ্চ সম্মাননা পাওয়ার দাবিদার দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলার মৃত বীর মুক্তিযোদ্ধা হাশেম আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন কালে উপস্থিত ছিলেন মোঃ খায়রুজ্জামান সহকারি কমিশনার ভূমি ধুনট উপজেলা, সাইদুল আলম, ওসি ধুনট থানা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফেরদৌস।
উল্লেখ্য যে গত ২৮ অক্টোবর বিকাল ১৬:০০ ঘটিকায় নিজ বাড়িতে স্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি। ২৯ অক্টোবর সকাল ১০:০০ ঘটিকায় সুলতান হাটা ঈদগাহ মাঠে তার জনাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী ৭ নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন।