মোঃ ইমাম হোসাইন ইমন ( চট্টগ্রাম প্রতিনিধি )
দেখুন বিস্তারিত,, অনুমোদনহীন সিএনজিচালিত নীল রঙের ‘এইচ পাওয়ার’ সড়কে অধিকাংশ ‘এইচ পাওয়ার’ গাড়ির রেজিস্ট্রেশন ও রুট পারমিট না থাকায় তারা ট্রাফিক বিভাগের কোন নিয়মই মানছে না। এসব গাড়ির বেশিরভাগ চালকের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। ভূঁইফোড় কয়েকটি সংগঠনের নামে স্টিকার লাগিয়ে সড়কে চলছে এসব গাড়ি। গাড়িগুলো নিয়ন্ত্রণ করে মালিকপক্ষের সংগঠনের লাইনম্যানরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরের ইপিজেড থেকে পতেঙ্গা পর্যন্ত ভিআইপি সড়কে চলে সিএনজিচালিত নীল রঙের গাড়ি এইচ পাওয়ার। গুটিকয়েক গাড়িতে বিআরটিএর রেজিস্ট্রেশন নম্বর ঝুলিতে দেখা গেলেও অধিকাংশ গাড়ির নিবন্ধন নেই। যেখানে সেখানে গাড়ি পার্কিং, অবৈধ স্ট্যান্ড, ইচ্ছানুযায়ী যাত্রী পরিবহন ও যাত্রী উঠা-নামা করছে গাড়িগুলো। এসব গাড়ির চালকরা ট্রাফিকের কোনো নিয়মই মানছে না। তাই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা হচ্ছে মৃত্যু, যাত্রীদের কাছ থেকে ভাড়াও নিচ্ছে ইচ্ছামত এই যেন দেখার কেউ নেই, প্রতিদিন রাত ১০ টার পর হলে ভাড়ার পরিমাণ বাড়িয়ে দেয় দ্বিগুণ। এতে করে দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়িতে পৌঁছতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এই বিষয়ে চালকদের কাছ থেকে জানতে চাইলে, তারা আমাদের কাছে বলে যে, আমাদের এই গাড়ি চালানোর জন্য, কোন প্রকারের লাইসেন্সের প্রয়োজন হয় না শুধুমাত্র টাকার প্রয়োজন হয়। এই টাকা দিতে হয় মালিকপক্ষের নির্ধারিত লাইনম্যান লুৎফুর রহমানের কাছে, একটি গাড়ির জন্য দৈনিক ৩৫০ টাকা করে দিতে হয়, বাকিটা লাইনম্যান লুৎফুর রহমান, ম্যানেজ করে বলে জানাই আমাদের, প্রতিবেদকের কাছে,,