জেলা প্রতিনিধি বরগুনা।
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালি,ফুলঝুড়ী বাজারে রাত ১২,৪৫ মিঃ এ এক ভয়াবহ অগ্নিসংযোগ শুরু হয়। প্রত্যাক্ষদর্শী টহলরত পুলিশ সদস্যরা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত দেখতে পেয়ে স্থানীয় মাইকে আগুনের ঘোষণা দেন।খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থানে এসে আগুন দেখে হতভাগ হয়ে পড়েন,এসময় জনগণের আগুন নিয়ন্ত্রণ করার মত কোন সাহায্য ছিল না। জেলা ফায়ার সার্ভিস ও বেতাগী উপজেলার ফায়ার সার্ভিস এর দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা যায় কমপক্ষে ২০টি দোকান চোখের সামনে নিমিষেই পুরেছাই হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত কোন দোকান থেকেই মালামাল রক্ষাকরা সম্ভব হয়নাই।
প্রাথমিকভাবে ধারণা করাহচ্ছে বিদ্যুৎ সট-সার্কিট এর মাধ্যমে হয়তো আগুনের সূত্রপাত।
কিন্তু স্থানীয়দের দাবি ফায়ার সার্ভিস যদি দ্রুত সময়ের মধ্যে আসতো তাহলে কিছু ক্ষতি কমহতো, দেরিকরে আশায় ক্ষতির পরিমাণ বেড়েছে ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি মাননীয় সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা যেন এই ক্ষতি কেটে উঠতে পারে তাহার সদয় দৃষ্টি কামনা করেন।