আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলা শাখার (২০২৫-২০২৬) সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ঘটিকার সময় জকিগঞ্জ বাজারস্থ সোনারবাংলা কনফারেন্স হলে দ্বি -বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে জকিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মো:আব্দুস সামাদ তাপাদার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সহ সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফিজ মাওলানা আনওয়ার হুসাইন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নিজাম উদ্দিন খান, উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা কাজী জালাল উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান এর তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দ্বি-বার্ষিক কাউন্সিলের দায়িত্বশীলরা হলেন,সহ সভাপতি আবুল আজিজ, এ কে আজাদ, ইলিয়াস আলী ও আজিজুর রহমান। সহ সাধারণ সম্পাদক ফয়সাল তালুকদার, মাহমুদুল হাসান ও সাজ্জাদ কাওছার। কোষাধক্ষ্য হিসাবে নির্বাচিত হলেন মাস্টার আলী আকবার রাসেল। সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ,সহ সাংগঠনিক ফারুক আহমেদ,ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক সুজাবুর রেজা চৌধুরী,আইন -আদালত সম্পাদক মনজুর আহমদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।এসময় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্ব প্রাপ্ত সদস্যরা শ্রমিকদের কল্যাণে কাজ করবেন বলে শপথ বাক্য পাঠ করেন।