মোঃ আবু তালেব নবীগঞ্জ থেকে : দীর্ঘ কয়েক বছর থেকে ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা,ও ২ টাকার কয়েন অচল বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা,জানা যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব উত্তর এরিয়া ইনাতগঞ্জ সহ ছোট বড় কয়েকটি বাজারে ২৫ পয়সা, ৫০ পয়সার সিকি,১টাকা ও ২টাকার কয়েন অচল যানাচ্ছেন ব্যবসায়ীরা,এমন কি একজন ফকিরকে সিকি পয়সা ও দিলে নিতে চায় না । কয়েক টি বাজার ঘুরে দেখা যায় এই অবস্থা,আরো যানা যায়, ক্রেতা ও সাধারণ মানুষের মুখে এই টাকা না চলার কথা,এই কথা এসব এলাকাতে প্রচলিত হয়ে গেছে,ইনাতগঞ্জ সহ এইসব এরিয়ার বাহিরে গেলে, বাংলাদেশের যে কোন প্রান্তে কোন কিছু কেনাকাটা করলে ১ টাকা ২ টাকা কয়েন ক্রেতাদের দেয় বিক্রেতারা , কিন্তু এই কয়েন টাকা নিয়ে এসে এই এলাকাতে চালাতে পারছেন না সাধারণ মানুষ ( ক্রেতারা)। বিক্রেতারা ১টাকা ২টাকা কয়েন এর পরিবর্তে, একটি দুটি চকলেট নিতে বাধ্য করেন , আবার কোন বিক্রেতা পরিশোধ করছেন না টাকা। এই কয়েন ছোট (মূদ্রা) বাংলাদেশের টাকা,প্রয়োজন হলেও এই টাকা দিয়ে লেনদেন করতে পারছেন না ক্রেতা। সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার একজন কর্মকর্তার সাথে এই বিষয়ে আলাপ করে জানা যায় , তিনি বলেন, এক টাকা দুই টাকা কয়েন (মূদ্রা) এই ইনাতগঞ্জ শাখাতে আসেনা, এখানে পাওয়া যায় না, তিনি আরো বলেন এই মূদ্রা টাকা গ্রাহক নিতে চায়না, এমনকি এক শত টাকা নোট ও নিতে চায় না, তাদের দিলে সাথে সাথে ফিরিয়ে দেয় , এই এলাকার সাধারণ মানুষ এই টাকা ও এই বিষয় নিয়ে বিপাকে আছেন ,এসব বাজারে ব্যবসায়ীদের সাথে অন্য এলাকা ও এই এলাকার মানুষের বাকবিতণ্ডা হয় প্রতিনিয়ত,তারা বলেন এই মূদ্রা টাকা বাংলাদেশের সব জায়গাতে চলে, এখানে কেন চলবে না। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এই মূদ্রা টাকা অচল রয়েছে এই এলাকার ছোট বড় এই সব বাজারগুলোতে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এই এলাকার ভুক্তভোগী মানুষ।