1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| বিকাল ৩:৪৯|

বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪,
  • 51 জন দেখেছেন

 

আব্দুস শহীদ শাকির

জকিগঞ্জ সিলেট থেকে ।

আজ ১৪ সেপ্টেম্বর রোজ শনিবার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে বারহালের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে এবং শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতায় এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও সচিব (ভারপ্রাপ্ত) চৌধুরী মামুন আকবর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. মো: দিদার চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ শফিকুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন,মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সাব্বির আহমদ,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, বারহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিক আহমদ, বারহাল ছাত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী, ড. এম এস ইকবাল ছদিওল,ইসতিয়াক আজিম চৌধুরী জনি, বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান,সাংবাদিক এনামুল হক মুন্না,বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাদিক আহমদ তাপাদার, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছদিওল হোসাইন,পৃষ্ঠপোষক সাইফুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বারহাল ছাত্র পরিষদের দায়িত্বশীল সদস্য সহ এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।এ সময় বক্তারা বারহাল ছাত্র পরিষদের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও দেশ গঠনে ছাত্রদের অসামান্য অবদানের কথা স্বীকার করে দেশ রক্ষায় ছাত্রজনতাকে সর্বদা সজাগ থাকার আহ্বান করেন।দেশের যেকোনো দুর্যোগ কিংবা কঠিন পরিস্থিতিতে ছাত্রজনতার পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন বক্তারা ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারহাল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি গুলজার রহমান,পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী ও শিক্ষা বিষয়ক সম্পাদক তাহসিন আহমদ চৌধুরী’র যৌথ সঞ্চালনায় ও প্রচার সম্পাদক মাসউদ আহমদ পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

উল্লেখ্য যে, বারহাল ছাত্র পরিষদ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম যেমন: অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া, অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপণ, রাস্তাঘাট পরিষ্কার সহ আরো নানাবিদ কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!