মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি
আজ ৩০/০৫/২০২৪তারিখ আনুমানিক দুপুর ১২ টা দিকে চর ফলকন ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মোঃ জালাল আম্মাদ এর মেয়ে ফারজানা বেগমকে চর জাঙ্গালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ বেলায়েত ব্যাপারীর ছেলে মোঃ আব্বাসের সাথে বিবাহ হওয়ার কথা ছিল
তবে এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে,১৬ঃ৭মাস বছর বয়সী ওই কিশোরীর বিয়ের সম্মতিতে আজ বিকেলে কিশোরীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামছুদ্দিন মোঃ রেজা ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের দেওয়ান মার্কেট সংলগ্ন স্থানে বাল্যবিবাহ সংগঠিত হতে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাতক্ষণিক অভিযান পরিচালনাপূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত পাত্রীর অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয় ও বিবাহ অনুষ্ঠান বন্ধ করা হয়। একইসাথে কন্যার বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করাবো না’ মর্মে পাত্রীর মা মুচলেকা সম্পাদন করেন।