মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয় ।
১৬ ই আগস্ট শুক্রবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দিরে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ এর সার্বিক পরিচালনায় এ প্রার্থনা সভা করা হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন ,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ ,শ্রীমতি শোকেশ চন্দ্র দেবনাথ ,অবিনাশ বর্মন ,দিলিপ বর্মন প্রমূখ ।
এছাড়া ও সনাতন ধর্মাবলম্বী মধ্যে অনেক নেতাকর্মী উপস্থিত থেকে এই প্রার্থনা সভায় বর্ষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করেন ।
আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।সাবেক তিন বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন ।এবং বাংলাদেশের শান্তিপ্রিয় জনসাধারণের স্বরবাঙ্গীন শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
প্রার্থনা সভার শুরুতেই,গীতা পাঠ ,হলুদ ধনু ও আলোচনা সভার পর প্রসাদ বিতরণ করা হয়।