আজ কিছু কথা লিখতে ইচ্ছে হলো তাই লিখতে বসলাম।১৯৭১ সালে আমরা যুদ্ধ দেখিনি দেখেছি ২০২৪ সালে। মানুষের মুখের ভাষার অধিকার খাবারের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল,একসময় তা ফিরে পাবার জন্য ১৬ বছর পর ছাএজনতা সব রাজনৈতিক দল শিক্ষক সমাজ নাগরিক সমাজ,শিল্পী সমাজ , সেবক সমাজ সহ সাধারণ মানুষ রাজপথে নেমে আনন্দোলনের মাধ্যমে তা আবার ফিরিয়ে এনেছেন আমরা
২য় স্বাধীনতা হিসেবে ৫ ই আগষ্ট ২০২৪ পেয়েছি পেয়ে সারাদেশ আনন্দ উল্লাসে ভাসছে। এখানেই আমার কথা আনন্দ উল্লাস করতে গিয়ে অতি উৎসাহী কিছু লোক বিভিন্ন দলের সাথে মিশে যাতে মানুষের কোন ক্ষতি বা লুটপাট করতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে। মনে রাখতে হবে এই দেশ আপনার আমার সবার দেশটাকে সুন্দর রাখার দ্বায়িত্ব আপনার আমার সবার।
বাংলাদেশের বৃহত্তম সকল দল গুলো জানিয়েছেন সবাই শান্ত হবার অনুরোধ জানিয়েছেন। মন্দির গীর্জা এসব পাহারা দেবার দ্বায়িত্ব নিয়েছেন অনেক দল। কেন করছেন বা বলছেন বুঝতে হবে কারণ দেশ আমার আপনার সুন্দর রাখার দ্বায়িত্ব ও আমাদের। নজর রাখতে হবে কোন কুচক্রী মহল যেনো সুবিধা ভোগ করে আমাদের বিশ্বের কাছে ছোট না মানায়। সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ।
সাধারণ মানুষের জানমালের ও হেফাজতের দ্বায়িত্ব আপনার আমার আমাদের কেই সেটা বর্তমানে নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ পুলিশ অতীতে জনগণের বন্ধু ছিলো জানমালের নিরাপত্তা প্রদান করেছে কিছু দলীয় পুলিশের কারণে তাদের সেই সুনাম নষ্ট হয়েছে আজ সাধারণ মানুষ তাদের ঘৃণা করে। আমার বিশ্বাস দালাল মুক্ত পুলিশ বাহিনী আবার দেশ এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করবে। যারা অতীতে নির্বিচারে মানুষ হত্যা করেছে গুম খুন করেছে সেই সব পুলিশ কে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বরখাস্ত বিচার করা হবে। ভালো পুলিশদের সম্মান এবং তাদের সহযোগিতা করা আমাদের ইমানী দ্বায়িত্ব।
দয়া করে কেউ কোন মন্দির গীর্জায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। দালাল রা যেনো কোন দলে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে । পুলিশের পাশে থেকে তাদের কে সহযোগিতা করতে হবে।
কোথায় কোন ভাঙচুর বা হামলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে । ভুলে গেলে চলবে না দেশ আপনার আমার সকলের।
আমার লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি
বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আন্দোলনের শহীদ সকল শহীদের প্রতি।
এই দেশ আমাদের দেশের স্হাপনা গুলো আমাদের সম্পদ এগুলো আমাদের সবার প্রয়োজন, তাই প্রতিশোধ নয় সহনশীল হতে হবে।
দেশের প্রতিটি স্থাপনা রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকল বাহিনীকে সহযোগীতা করুন।
মনে রাখবেন একজন খারাপ পুলিশের জন্য সবাই কে খারাপ ভাবা যাবেনা আইন নিজের হাতে কেউ তুলে নিবেন না। কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে হামলা ভাঙচুর করলে তাকে আইনের হাতে তুলে দিন।
আজ থেকে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় প্রতিষ্ঠান আইনি প্রতিষ্ঠান নিরাপদ রাখার দ্বায়িত্ব আপনার আমার সবার।
বানী
দেশ মাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়ার।
(রাসেল আহমেদ সাগর)
সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ