শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ উন্নত পরিবেশ ও মানসম্মত শিক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ হামিদুল ইসলাম এর সভাপতিত্বে: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম,
এ সময় তিনি বলেন আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত,ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্,
সভাপতি মহোদয়ের শ্রদ্ধেয় মাতা আছিয়া খাতুন,
সদস্য পরিচালনা পর্ষদ এ্যাডভোকেট মুহম্মদ নুরুল ইসলাম,সদস্য পরিচালনা পর্ষদ শাহানা বেগম (শানু)
সার্বিক তত্ত্বাবধানে প্রধান শিক্ষক, ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন।