শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি”কৃষক সমাবেশ’ সফল করার লক্ষ্যে আজ ৩রা জানুয়ারি বীরগঞ্জ শিক্ষক সমিতির হলরুমে উপজেলা কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷ উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, বীরগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ফজলে আলম শাহিন৷ বীরগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,দিনাজপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও বীরগঞ্জ উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ লাইছুর রহমান লিপু৷ উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য সুবাস দাস,
বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফুউদৌল্লা খাঁন বাবু, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃআজাহারুল ইসলাম রাজা, সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম,
বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য কল্যাণ ফ্রোন্ট বাংলাদেশের আহ্বায়ক মনোজ কুমার রায়, সদস্য সচিব টিক্কা রাম রায় সহ বীরগঞ্জ উপজেলা কৃষকদলের নব গঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ৷ এসময় সর্ব সম্মতিক্রমে বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে কৃষক সমাবেশের সময়সূচী ও স্থান নির্ধারণ করা হয়৷